بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم

Mijanur Rahman 09.01.2026

বাইতুল ফালাহ্ জামে মসজিদ ও মাদরাসায় আল্লামা মামুনুল হক সাহেবের শুভাগমন ও মতবিনিময়

বাইতুল ফালাহ্ জামে মসজিদ ও মাদরাসায় আল্লামা মামুনুল হক সাহেবের শুভাগমন ও মতবিনিময়

তারিখ: ০৭ জানুয়ারি ২০২৬ ইং (বুধবার)

স্থান: বাইতুল ফালাহ্ জামে মসজিদ ও বাইতুল ফালাহ্ মাদরাসা

 অদ্য ০৭ জানুয়ারি ২০২৬ ইং, বুধবার মুহাম্মদপুর শেরশাহশুরী রোডস্থ বাইতুল ফালাহ্ জামে মসজিদ ও বাইতুল ফালাহ্ মাদরাসায় শুভাগমন করেন দেশবরেণ্য আলেম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও রাজনীতিবিদ, বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমীর এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১৩ আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী আল্লামা মামুনুল হক সাহেব।

 তিনি বাইতুল ফালাহ্ জামে মসজিদে উপস্থিত হয়ে মাগরিবের নামাজের ইমামতি করেন। নামাজ শেষে তিনি মুসল্লী ও মসজিদ সংশ্লিষ্ট সম্মানিত দায়িত্বশীলদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন এবং সংক্ষিপ্ত অথচ তাৎপর্যপূর্ণ বক্তব্য প্রদান করেন।

 পরবর্তীতে তিনি মসজিদ সংলগ্ন বাইতুল ফালাহ্ মাদরাসা পরিদর্শন করেন। এ সময় তিনি প্রতিষ্ঠানের সার্বিক শিক্ষা কার্যক্রম, পাঠদান পদ্ধতি ও দ্বীনি খেদমত সম্পর্কে অবহিত হন। মাদরাসার শিক্ষকবৃন্দ ও দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময়কালে তিনি দ্বীনি শিক্ষা বিস্তার, নৈতিকতা উন্নয়ন এবং সমাজ ও রাষ্ট্র গঠনে ইসলামী মূল্যবোধের অপরিহার্য ভূমিকা সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

উল্লেখ্য, তাঁর আগমন ও প্রস্থান অত্যন্ত শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

প্রসঙ্গত, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আদর্শ, ন্যায়নীতি ও জনকল্যাণমূলক প্রত্যয়কে সামনে রেখে তিনি ঢাকা–১৩ আসন থেকে রিকশা প্রতীক নিয়ে সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপলক্ষে তিনি এলাকার সর্বস্তরের সম্মানিত ভোটার ও সচেতন জনগণের নিকট দোয়া, সহযোগিতা ও মূল্যবান ভোট কামনা করেছেন—যাতে ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠা এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে তিনি কার্যকর ভূমিকা পালন করতে পারেন।

আমরা বাইতুল ফালাহ্ জামে মসজিদ ও মাদরাসার পক্ষ থেকে মহান আল্লাহ তাআলার দরবারে তাঁর সার্বিক কল্যাণ, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি এবং দোয়া করছি—তিনি যেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়ে দেশ, জাতি এবং অত্র এলাকার মাটি ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারেন।

আমীন, ছুম্মা আমীন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *