بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم

Mijanur Rahman 14.10.2025

২য় সাময়িক পরীক্ষার এলান

এতদ্বারা অত্র জামিয়ার সকল ছাত্রদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৪৪৬—৪৭হি. মোতাবেক ২০২৫—২৬ ইং শিক্ষাবর্ষের ২য় সাময়িক পরীক্ষা আগামী ২২ অক্টোবর বুধবার থেকে শুরু হয়ে ৩০ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত চলবে। তাই পরীক্ষার প্রস্তুতির জন্য আগামী ১৪ অক্টোবর মঙ্গলবার থেকে ২১ অক্টোবর মঙ্গলবার পর্যন্ত সবক বন্ধ থাকবে। উল্লেখ্য যে, ১৪ ও ১৫ অক্টোবর দুদিন বাধ্যতামূলক তাকরারের জন্য, আর বাকী সময়টা ব্যক্তিগত পড়া—লেখায় মাশগুল থাকবে।

অতএব, সকল ছাত্রকে নিজ নিজ পড়ালেখায় মনোযোগী হয়ে পরীক্ষার প্রস্তুতি নিতে বিশেষভাবে নির্দেশ দেয়া যাচ্ছে।

                                                                                                                 দফতরে তা’লিমাত                                                 আদেশক্রমে