Mijanur Rahman
25.09.2025
প্রশ্ন: মসজিদে একবার জামাত হয়ে যাওয়ার পর দ্বিতীয় জামাতের হুকুম কি?
প্রশ্ন: মসজিদে একবার জামাত হয়ে যাওয়ার পর দ্বিতীয় জামাতের হুকুম কি?
উত্তর: স্থায়ী মসজিদে, যেখানে ইমাম ও মুয়াজ্জিন নির্দিষ্ট, সেখানে দ্বিতীয় জামাত করা মাকরূহে তাহরীমী।
- তবে বাজার, রাস্তা, মুসাফিরখানা, স্কুল-মাদরাসা বা কারখানায়, যেখানে নির্দিষ্ট জামাতের নিয়ম নেই—সেখানে দ্বিতীয় জামাত জায়েয।
- মুসল্লিদের উচিত সর্বদা *প্রথম জামাতের প্রতি যত্নবান থাকা, যাতে দ্বিতীয় জামাতের প্রয়োজনই না হয়।
প্রমানসমূহ:
- ফতোয়ায়ে শামীতে আছে,
وتكره إعادتها في مسجد له إمام ومؤذن راتبان، لما فيه من الإيهام أنهما جماعة قائمة بنفسها. )رد المحتار: 1/565(
অর্থাৎ: যে মসজিদে নির্ধারিত ইমাম ও মুয়াজ্জিন রয়েছে, সেখানে ফরয নামাযের দ্বিতীয় জামাত করা মাকরূহ, কারণ এতে নতুন স্বাধীন জামাত কায়েম করার ভ্রান্ত ধারণা জন্মায়।
- ফতোয়ায়ে আলমগীরিতে রয়েছে,
إن صلوا جماعة في مسجد له إمام راتب ومؤذن راتب بعد الجماعة الأولى فهو مكروه . )الفتاوى الهندية: 1/56(
অর্থাৎ: যে মসজিদে নির্ধারিত ইমাম ও মুয়াজ্জিন আছে, সেখানে প্রথম জামাতের পর আবার ফরয নামাযের জামাত করা মাকরূহ।
- বাদায়েউস সানায়ে গ্রন্থে রয়েছে,
إذا صلوا جماعة في مسجد له إمام راتب بعد ما صلّى الإمام الراتب فصلاتهم مكروهة، لأن فيه ترك الجماعة مع الإمام الراتب.” )بدائع الصنائع، 1/155(
অর্থাৎ: স্থায়ী ইমামবিশিষ্ট মসজিদে প্রথম জামাতের পর আরেকটি জামাত করলে তা মাকরূহ, কারণ এতে মূল ইমামের সাথে জামাত ছেড়ে দেওয়ার অপরাধ রয়েছে।
- আল-বাহরুর রায়েকে আছে,
إعادة الجماعة في مسجد له إمام راتب ومؤذن راتب مكروهة. (البحر الرائق، 1/365)
অর্থাৎ: স্থায়ী ইমাম ও মুয়াজ্জিনবিশিষ্ট মসজিদে দ্বিতীয় জামাত করা মাকরূহ।
- তাবয়ীনুল হাকায়েক গ্রন্থে রয়েছে,
وفي المسجد الذي له إمام راتب ومؤذن راتب تكره إعادة الجماعة، لأنها تفضي إلى هجر الإمام الراتب ) تبيين الحقائق، 1/165(
অর্থাৎ: স্থায়ী ইমাম ও মুয়াজ্জিনবিশিষ্ট মসজিদে দ্বিতীয় জামাত করা মাকরূহ, কারণ এতে ইমামকে বর্জন করার দ্বার উন্মুক্ত হয়ে যায়।
- মাজমাউল আনহার গ্রন্থে রয়েছে,
تكره إعادة الجماعة في مسجد له إمام راتب ومؤذن راتب، إلا أن يكون مسجداً في السوق أو في القرى حيث يكثر تفرق الناس) مجمع الأنهر، 1/191(
অর্থাৎ: স্থায়ী ইমাম-মুয়াজ্জিনবিশিষ্ট মসজিদে দ্বিতীয় জামাত করা মাকরূহ। তবে বাজার, পথিকের মসজিদ বা গ্রামাঞ্চলের মসজিদে, যেখানে মানুষ পর্যায়ক্রমে আসে, সেখানে দ্বিতীয় জামাত জায়েয।
- হেদায়া গ্রন্থে রয়েছে,
وإن كان في مسجد له إمام راتب ومؤذن راتب تكره إعادة الجماعة ) الهداية، 1/56(
অর্থাৎ: স্থায়ী ইমাম ও মুয়াজ্জিনবিশিষ্ট মসজিদে দ্বিতীয় জামাত করা মাকরূহ।